বিনোদন জগতে এ সময়ের পরিচিত মুখ মন্দিরা চক্রবর্তী। খুলনার মেয়ে মন্দিরা এবার দুর্গাপূজা উদযাপন করেছেন ঢাকায়। কেমন পূজা কাটলো সেই কথা জানিয়েছেন সমকাল পাঠকদের।
মন্দিরা বলেন, পূজা সব সময় খুলনাতে গ্রামের বাড়িতে করা হয়। কিন্তু এবার কাজের চাপে যাওয়া হচ্ছে না। ঢাকাতেই কেটেছে। এবার পূজাকে কেন্দ্র করে সে রকম কোনো পরিকল্পনা নেই। পরিবারকে সময় দেব, বন্ধুদের সঙ্গে পূজার প্যান্ডেলে ঘুরব, আড্ডা দেব।
শৈশবের পূজা অনেক সুন্দর ছিল মন্দিরার। বললেন- তখন মা-বাবার সঙ্গে সময় কাটানো হতো। মা-বাবা যেখানে নিয়ে যেতেন, সেখানেই যেতাম। মা-বাবা পছন্দ করে জামা-জুতা কিনে দিতেন। সেটি পেয়ে ভীষণ খুশি হতাম। বড় হয়ে পূজার সময় মা-বাবাকেও সময় দিই, সঙ্গে বন্ধুবান্ধব যুক্ত হয়েছে। এ ছাড়া নিজের একটা জীবন আছে। সেটিও মেইনটেইন করতে হয়।
অভিনেত্রী বলেন, পূজা উপলক্ষে আগে নিজে উপহার পেতাম। এখন নিজে সবাইকে পূজার উপহার দিই। আমাদের গ্রামের বাড়িতে প্রতিবছর আমি ভীষণ উৎসাহী থাকতাম, যখন দুর্গা প্রতিমা করা হতো। ওই সময় আমার মা প্রতিমাকে গয়না, শাড়ি পরাতেন। সে কাজে আমার মাকে সাহায্য করতাম। ওই ব্যাপারটা আমার খুব আনন্দ লাগত। অপেক্ষায় থাকতাম, কখন প্রতিমা সাজানো হবে। ওই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। এবার যেহেতু আমি গ্রামে যেতে পারছি না, তাই পূজার রঙিন সময়টা খুবই মিস করছি।