সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
পুতিন-জেলেনস্কিকে নিয়ে শুক্রবার বৈঠক করতে চান ট্রাম্প | চ্যানেল খুলনা

পুতিন-জেলেনস্কিকে নিয়ে শুক্রবার বৈঠক করতে চান ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে শর্তগুলো দিয়েছেন, তাতে ইউক্রেনকে পূর্বাঞ্চলের দুই অঞ্চল পুরোপুরি মস্কোর হাতে ছাড়তে হবে।

স্থানীয় সময় আগামীকাল সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সূত্রগুলো বলছে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরবর্তী ফোনালাপে জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব, এমনকি আগামী শুক্রবারের মধ্যেই পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করতে চান। তবে পুতিনের শর্তের কারণে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

এক্সিওসকে দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কি ও অন্য অংশগ্রহণকারীদের বলেছেন, তিনি খুব দ্রুত, এমনকি ২২ আগস্টের মধ্যেই একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। তবে এখনো পর্যন্ত পুতিন প্রকাশ্যে এমন কোনো সম্মতির কথা বলেননি।

সূত্রগুলোর বরাত দিয়ে আরও বলা হয়েছে, ট্রাম্প ওই বৈঠকে থাকা ইউরোপীয় নেতাদের সোমবারের হোয়াইট হাউস বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প ও তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতাদের কাছে পুতিনের অবস্থান তুলে ধরেন।

ওই দুটি সূত্র আরও জানিয়েছে, পুতিন দাবি করেছেন ইউক্রেন যেন রাশিয়ার দখলকৃত চারটি অঞ্চলের মধ্যে দুটি—দোনেৎস্ক ও লুহানস্ক সম্পূর্ণ ছেড়ে দেয় এবং অন্য দুটি অঞ্চল খেরসন ও জাপোরিঝিয়াতে রণক্ষেত্রের বর্তমান অবস্থা অনুসারে যুদ্ধবিরতিতে যায়। রাশিয়া বর্তমানে লুহানস্কের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছে এবং দোনেৎস্কেরও প্রায় তিন-চতুর্থাংশ তাদের হাতে।

অপর একটি সূত্র জানিয়েছে, পুতিন খেরসন ও জাপোরিঝিয়ায় আর অগ্রসর না হওয়ার প্রস্তাবকে ‘ছাড়’ হিসেবে তুলে ধরেছেন। বিনিময়ে ইউক্রেনকে দোনেৎস্ক থেকে সরে যেতে হবে। বাস্তবে অবশ্য রাশিয়া খেরসন ও জাপোরিঝিয়ায় অনেক দিন ধরেই কোনো অগ্রগতি করতে পারেনি।

এক ইউক্রেনীয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষের কাছে এমন ধারণাও গেছে যে পুতিন ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি ও খারকিভ অঞ্চলের রাশিয়ার দখলকৃত সামান্য অংশ নিয়ে আলোচনা করতে রাজি হতে পারেন। এই প্রস্তাবে ইউক্রেনের তুলনায় রাশিয়ার নিয়ন্ত্রণে অনেক বেশি এলাকা চলে যাওয়ার কথা বলা হয়েছে। মস্কো হয়তো এটিকে যৌক্তিক বলবে; কারণ, বর্তমানে সামরিকভাবে তারা এগিয়ে আছে। কিন্তু ইউক্রেন প্রায় নিশ্চিতভাবেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে।

সূত্রমতে, পুতিন আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যেন শান্তিচুক্তির অধীনে রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোকে রাশিয়ার সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।

এদিকে ট্রাম্প বৈঠকটিকে সফল বলেছেন এবং দাবি করেছেন, তিনি ও পুতিন বেশির ভাগ বিষয়ে একমত হয়েছেন। যদিও দেখা যাচ্ছে, পুতিন তাঁর কঠোর শর্তগুলো থেকেই সরেননি। সূত্রটি আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি চীনকে সম্ভাব্য নিশ্চয়তাদাতা দেশগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এতে ইঙ্গিত মেলে, ন্যাটোর সেনা দিয়ে কোনো নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাবে তিনি আপত্তি করবেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবর শুনে কোমা থেকে ফিরলেন তরুণী

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে লবিস্ট নিয়োগ মিয়ানমার জান্তার, ফি ৩৬৫ কোটি টাকা

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

সৌদি আরবে শ্রম-অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার

দখলদারদের নিজ ভূখণ্ড উপহার দেবে না ইউক্রেনীয়রা: জেলেনস্কি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।