সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পিরোজপুরে জাপা-স্বেচ্ছাসেবক দলের ৫০ নেতা-কর্মীর জামায়াতে যোগদান | চ্যানেল খুলনা

পিরোজপুরে জাপা-স্বেচ্ছাসেবক দলের ৫০ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টির (জাপা) ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৫০ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের প্রতিনিধি সমাবেশে সহযোগী ফরম পূরণ করে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান করা ব্যক্তিরা হলেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার। তাঁদের সঙ্গে প্রায় ৫০ জন নেতা-কর্মী জামায়াতে যোগ দেন বলে জানান আয়োজকেরা।

এ সময় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ‘আজ যাঁরা বিএনপি ও জাতীয় পার্টি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন, তাঁরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত কোনো স্বার্থের রাজনীতি করে না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি।’

মাসুদ সাঈদী আরও বলেন, ইসলামি আদর্শ ছাড়া এ দেশে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আসন্ন দিনে জামায়াত হবে নির্যাতিত মানুষের ভরসার ঠিকানা এবং আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অগ্রদূত।

মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি (অব.) সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা

আরাকান আর্মির হেফাজত থেকে পালিয়ে এসেছেন ট্রলারসহ ১৮ জেলে

পিরোজপুরে জাপা-স্বেচ্ছাসেবক দলের ৫০ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

মুলাদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১৫

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুরে ফের গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।