সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছা পৌরসভার নির্বাচনে ৪৬ মনোনয়ন পত্র বৈধ:বাতিল-৩ | চ্যানেল খুলনা

পাইকগাছা পৌরসভার নির্বাচনে ৪৬ মনোনয়ন পত্র বৈধ:বাতিল-৩

পাইকগাছা:  পাইকগাছা পৌরসভা নির্বাচনে ৪৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও রবিবার সকালে যাচাই-বাছাইয়ে ৩ জন কাউনন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা সিনিয়র নির্বচন অফিসার এম মাহজারুল ইসলাম।

এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থী সহ ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেনন। ৩ জন মেয়র প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি মনোনীত মনিরুজ্জামান মনি ও কমিউনিস্ট পার্টি মনোনীত এ্যাড: প্রশান্ত মন্ডল। ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আলাউদ্দীন গাজী ও বজলুর রহমান গাজী। হলফ নামায় স্বাক্ষর না থাকায় বজলুর রহমান গাজীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর অহেদ আলী গাজী, নজরুল ইসলাম, হাতেম সরদার ও রফিকুল ইসলাম। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গাজী আব্দুস সালাম, মো: আব্দুল গফফার মোড়ল ও আব্দুল মান্নান সরদার। ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, বাবু রাম মন্ডল, ঋন খেলাপি হওয়ায় বাবু রাম মন্ডলের মনোনয়ন পত্র বাতিল করা হয়। সাইফুল ইসলাম ও চন্দ্র শেখর মন্ডল। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রবি শংকর মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, জিয়া উদ্দীন নায়েব ও রফিকুল ইসলাম রফিক। ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শফিকুল ইসলাম মোড়ল ও এমএম সেলিম রেজা। ঋন খেলাপি হওয়ায় সেলিম রেজার মনোনয়ন পত্র বাতিল করা হয়। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, সৈয়দ তৌফিক-ই-ইলাহী, শেখ জামাল হোসেন, আলমগীর হোসেন, রাজু শেখ, খালিদ হোসেন ও কামরুল ইসলাম মিস্ত্রী। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, ইমরান সরদার, প্রসুন কুমার সানা ও পরেশ চন্দ্র সরকার। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম ইমদাদুল হক, আনার আলী দফাদার ও রঞ্জন কুমার মন্ডল। সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সরবানু বেগম, ফাতেমা বেগম, রাফেজা খানম ও রুখশানারা পারভীন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কবিতা দাশ, বাসন্তী মন্ডল, জাহানারা খাতুন, আয়শা নিগার নূর ও শারমিন সুলতানা। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আসমা আহমেদ, শাহিদা খাতুন ও অর্চনা রায়।

মনোনয়ন পত্র যাচাই-বাছায়ের সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাহজারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ,উপজেলা ভূমি কর্মকর্তা আরাফাতুল আলম,উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ, অফিসার্স ইনচার্জ এজাজ শফি, ওসি অপারেশন দেবাশিষ কুমার, এস আই অলোক কুমার,স্থানীয় সাংবাদিক, মেয়র, কাউনন্সিলর প্রার্থী ও মহিলা কাউনন্সিলর প্রার্থীদের প্রস্তাবকারী ও সমার্থনকারীরা।

মনোনয়ন পত্র বাতিলের বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাহজারুল ইসলাম বলেন, আগামি তিন দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরাবর আবেদন দিয়ে আপিল করতে পারবেন। আগামি ১০ জানুয়ারি প্রত্যাহার ও ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বন্ধকৃত পাটকলসহ সকল মিল-কলকারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি

কুয়েটের উপাচার্যের দা‌য়ি‌ত্বে চুয়েট অধ্যাপক ড. হযরত আলী

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ : মূল অভিযুক্ত গ্রেপ্তার

খুলনায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজ গ্রেপ্তার

প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।