সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড, সাব রেজিস্ট্রি অফিস, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জাকের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, অনির্বাণ লাইব্রেরী, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল, দি রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুল, বর্ণমালা কিন্ডার গার্টেন স্কুল, বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি, উন্নয়ন সংস্থা উত্তরণ, সোনালী ব্যাংক, রূপসী বাংলা সমাজ কল্যাণ সাহিত্য পরিষদ, মৌচাক সাহিত্য সংসদ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ, বর্ণমালা কিন্ডার গার্টেন স্কুল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন করা হয়।

এরপর সকাল ৮ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিকাল ৩ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি, খুলনা মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওছার।

এছাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি ওবাইদুর রহমান, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ সমরেশ রায়, উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, জেলা আওয়ামী লীগনেতা ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ফ্যাসিস্টদের কেউ যেনো বিএনপি’র মধ্যে অনুপ্রবেশ করতে না পারে : আলি আসগার লবি

কুৎসা রটানোর মাধ্যমে বিরোধীরা বিএনপি’র নেতাকর্মীদের মনোবল ভাঙতে চাইছে

খুলনার বড়বাজারে নিষিদ্ধ পলিথিন উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।