সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল খুলনা

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সেওতা মেইন রোড থেকে নূরে মদিনা জামে মসজিদ পর্যন্ত দীর্ঘ পাঁচ যুগ ধরে ব্যবহৃত সংযোগ সড়কটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সেওতা এলাকায় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার এই একমাত্র সাব-রাস্তাটি মাটি ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে রাস্তার মাঝখানে মো. আক্তার গং এবং মো. হাসেম গং দের বাড়ির মধ্যবর্তী স্থানে ভূমি পরিমাপ নিয়ে বিরোধ দেখা দেয়। পরিমাপ শেষে রাস্তার জন্য প্রয়োজনীয় অংশ ছেড়ে দিতে অস্বীকৃতি জানান মো. আক্তার। স্থানীয়দের দাবি, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গাড়িচালক হিসেবে সরকারি পরিচয় ব্যবহার করে সংস্কারকাজে প্রভাব খাটাচ্ছেন।

এলাকার শফিকুল ইসলাম ছিলকন বলেন, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন মসজিদের মুসল্লি, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ ২০০ পরিবারের মানুষ চলাচল করেন। রাস্তা বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে দেরি হচ্ছে, কৃষিপণ্য আনা-নেওয়া ব্যাহত হচ্ছে। এমনকি মৃত ব্যক্তিকে জানাজা ও দাফনের স্থানে নিতে খাটিয়া বহন করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, বিকল্প কোনো পথ না থাকায় পাঁচ যুগ ধরে ব্যবহৃত এই সংযোগ সড়কটি হঠাৎ গতকাল শনিবার থেকে বন্ধ করে দেওয়ায় প্রায় দুইশত পরিবারের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে পশ্চিম সেওতা মেইন রোড থেকে নূরে মদিনা মসজিদ পর্যন্ত সংযোগ সড়কটি উন্মুক্ত ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৬ জনের মৃত্যু

তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।