বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করে নৌ বাহিনী। বুধবার রাত ১১টায় নগরীর খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি এবং হোটেল সোসাইটিতে অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার আশিকুর রহমান (৩৬) ও বশির উদ্দিন (৩৮)।
অভিযানকালে হোটেল সোসাইটি-এর ২০নং কক্ষ হতে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তর পত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও আনুষঙ্গিক নথিপত্র জব্দ করা হয়। বর্ণিত কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত। এ সময় বর্ণিত হোটেলসমূহ হতে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা জানায়, প্রতারকচক্রের সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্প গ্রহণ করে। এছাড়াও প্রতারকগণ কর্তৃক চাকরি প্রার্থীদের ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণাদি পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।