
নারী ও কন্যাদের প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির আয়োজন করে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) – পারায়ণ প্রকল্পে অপরাজেয় বাংলাদেশ। সোমবার সকাল ১০টায় রূপসা ঘাট (ফেরিঘাট মোড়) থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সভাপতিত্ব করেন শামিমা সুলতানা শিলু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী।
শোভাযাত্রায় নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের নানা বার্তা তুলে ধরা হয়। পরে কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুতুল নাচ পরিবেশন করা হয়। নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা সবাইকে এমন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


