সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুর্যোগ মোকাবেলা সহ সামাজিক ও ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে পাটকেলঘাটার যুব ক্রীড়া ক্লাব | চ্যানেল খুলনা

দুর্যোগ মোকাবেলা সহ সামাজিক ও ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে পাটকেলঘাটার যুব ক্রীড়া ক্লাব

সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী যুব সংগঠন পাটকেলঘাটা যুব-ক্রীড়া ক্লাব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর্থ-সামাজিক দরিদ্র জনগোষ্ঠীর মানবিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে অভাবনীয় উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এ যুব সংগঠনটি। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সময়োপযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাব বিভিন্ন কার্যক্রম সমূহঃ প্রাকৃতিক দুর্যোগ মোবাবেলায় রেসপন্স টিম গঠন, বৃক্ষরোপন কর্মসূচী,মাদক বিরোধী কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বেকার যুব ও নারীদের প্রশিক্ষন, বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য বিষয়ে সচেতনা সৃষ্টি, যৌন হয়রানি মূলক প্রতিরোধ কার্যক্রম, খেলাধুলার আয়োজন উদ্যোক্তা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
এ বিষয়ে পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের প্রতিষ্ঠাতা মো. রিপন হোসাইন বলেন, ক্লাবটি প্রতিষ্ঠার লগ্ন থেকে বিভিন্ন খেলাধূলা,প্রশিক্ষন প্রদান, সামাজিক ও মানবিক কাজে প্রংসনীয় ভুমিকা পালন করে থাকে। করোনাকালীন সময়ে আমরা সচেতনতা মূলক অনেক কার্যক্রম পরিচালনা করে আসছি।
ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মিন্টু বলেন,আমাদের মূল লক্ষ্য হলো মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধূলার প্রতি মনোনিবেশ করা। আমরা যেকোন দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছি। বিশেষ করে সরকারি ভাবে অর্থ পেলে আরো কাজ এগিয়ে নিতে পারবো।
এ স্বেচ্ছাসেবী যুবসংগঠনের প্রধান উপদেষ্টা তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, আমি দেখেছি এ ক্লাবটি দুঃসময়ে বিশেষ করে করোনা কালীন সময়ে মাস্ক ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে। পাশাপাশি করোনা থেকে কিভাবে সতর্ক থাকা যায় সেই বিষয়ে জনসাধারণকে দিক নির্দেশনা দিয়ে থাকে।
তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, আমি দীর্ঘদিন যাবত ক্লাবটির কার্যক্রম লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক, মানবিক ও খেলাধুলায় বেশ প্রশংসনীয় ভুমিকা রেখেছে। আমি মনে করি এ সংগঠনটি মহৎ লক্ষ্য নিয়ে জন কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার!

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।