সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দিবস টিবস বুঝি না, কাজ না করলে খাবো কি ! | চ্যানেল খুলনা

দিবস টিবস বুঝি না, কাজ না করলে খাবো কি !

রিয়াদ হোসেন :: সাতক্ষীরার তালার খেশরা ফারুক মার্কেট। মার্কেটের একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক সুব্রত দাশ ও শেখ ইনামুল ইসলাম। নিত্যদিনের মতো আজও সুব্রত দাশকে কারখানায় কাজ করতে দেখা গেছে। আজ পহেলা মে (শনিবার) সকাল থেকে সহযোগী ইনামুলকে নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
মে দিবস সরকারি ছুটি তারপরও কেন আপনারা কারখানা খুলে কাজ করছেন এমন প্রশ্নের উত্তরে সুব্রত দাশ বলেন, ভাই, মে দিবস টিবস বুঝিনা, একদিন কাজ না করলে পরেরদিন আর পেটের ভাত জোগাড় হবে না। সারাদিন কাজ শেষে টাকা পেয়ে সন্ধ্যায় বাজার করে বাড়ি ফিরি।তা দিয়েই চলে আমার তিনজনের সংসার।
তালা ব্রীজের উপর কথা হয় ভ্যান চালক ছাত্তার মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমাদের আর মে দিবস।আজ সকালে মে দিবসের আলোচনা সভায় গিয়েছিলাম আরো সকালে গিয়ে র‌্যালি করলাম। র‌্যালি শেষে শ্রমিক নেতারা বক্তব্য দিলেন। শুনে চলে আসলাম। কাজের কাজ কিছুই হলো না। মাঝখানে থেকে দিনের অর্ধেক বেলা ভাড়া মারতে পারলাম না। এখন ভাবছি দিনশেষে আজ যে টাকা হবে তাতে ঠিক মতো সংসার চলবে না।
অর্থনীতির চাকা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যান প্রতিটি দেশের শ্রমজীবী মানুষরা। তবে শ্রেণি-বৈষম্যের বেঁড়াজালে তাদের জীবন বন্দি থাকায় কর্মক্ষেত্রে আজও পায়নি সঠিক মূল্যায়ন। তাই শ্রমের মর্যাদা,ন্যায্য মজুরি শুধু ও যুক্তিসঙ্গত কর্ম সময় নির্ধারণের উদ্দেশ্যে ১৮৯০ সাল থেকে প্রতি বছর পহেলা মে বিশ্বব্যাপী উদযাপিত হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে অভিহিত। তবে সারা বিশ্বে মহামারি ভাইরাস করোনায় ভিন্ন বাস্তবতায় গতবছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

বন্দর নগরী বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা!

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, মুমুর্ষ অবস্থায় হাসাপাতালে ভর্তী!

তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সাতক্ষীরা ৫ মে থেকেই বাজারে আসবে আম

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।