সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে দিঘলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অাজ (বৃহস্পতিবার) সকাল ১o টার সময় দিঘলিয়া উপজেলা চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালসহ সকল সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।

প্রতিবাদ সমাবেশে প্রথম আলো’র জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে অবৈধভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনযন্ত্রের সর্বোচ্চ স্থান হলো সচিবালয়। সেখানে একজন জ্যেষ্ঠ নারী সাংবাদিককে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। প্রশাসনের গুটিকয়েক দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করে রোজিনা ইসলাম যে হেনস্তার শিকার হয়েছেন, তাতে তাঁর তৈরি করা অনুসন্ধানী প্রতিবেদনগুলো যে সঠিক ছিল, সেটিই প্রমাণিত হয়েছে। তাঁরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক রোজিনা এ দেশের জনগণের উপকার করেছেন। সচিবালয়ের মতো একটি জায়গায় একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে এ দেশের মানুষ উদ্বিগ্ন। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবি কখনো বৃথা যায় না।

প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবুর রহমান তারেক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি এম ফরহাদ কাদির, সহ সভাপতি জি এম আকরাম, সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এস এম, রফিকুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম হাচান, মোঃ জামাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, শেখ আশরাফ হোসেন,গাজী জামসেদুল ইসলাম সৌরভ, ওয়াসিকুল্লাহ হুসাইনী রাজিব, কে এম আসাদুজ্জামান, কিশোর কুমার দে, মনিরুল ইসলাম মোড়ল, শেখ রাজিবুল ইসলাম, মোল্যা সালাহ্ উদ্দিন , তৌহিদুল ইসলাম রুপম, মোঃ রানা মোল্লা সহ প্রমুখ।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।