সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের আদেশ আদালতের | চ্যানেল খুলনা

থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের আদেশ আদালতের

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শুক্রবার প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও তাঁর মন্ত্রিসভাকে বরখাস্তের আদেশ দিয়েছেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে তাঁর ভূমিকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা দেশটিকে রাজনৈতিক অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত মাসে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্নের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

জুন মাসে শক্তিশালী সাবেক কাম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে এক টেলিফোন কলে তিনি থাইল্যান্ডের পক্ষে যথাযথ অবস্থান নিতে ব্যর্থ হন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই কল অনলাইনে ফাঁস হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।

৯ সদস্যবিশিষ্ট বিচারক প্যানেলে রায়ে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর নৈতিক মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, তাই তাঁকে পদচ্যুত করা হলো। সংসদে ভঙ্গুর জোট সরকারের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত প্রার্থী না থাকায়, তাঁর কর্মকাণ্ড দেশটিকে রাজনৈতিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

একজন বিচারকের পাঠকৃত রায়ে বলা হয়, ‘তাঁর কর্মকাণ্ড আস্থা হারিয়েছে, ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের ওপরে প্রাধান্য দিয়েছেন। এতে জনগণের সন্দেহ তৈরি হয়েছে, তিনি কাম্বোডিয়ার পক্ষ নিচ্ছেন ও প্রধানমন্ত্রীর পদে তাঁর প্রতি নাগরিকদের আস্থা ক্ষুণ্ন হয়েছে। আসামি নৈতিক আচরণবিধি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাঁর প্রধানমন্ত্রিত্ব কার্যত ১ জুলাই স্থগিতাদেশের সঙ্গেই শেষ হয়েছে।’

এ রায় পেতংতার্নের মন্ত্রিসভাকেও ভেঙে দিয়েছে। এর এক বছর আগে একই আদালত ভিন্ন এক নৈতিকতার মামলায় তাঁর পূর্বসূরি স্রেথা থাভিসিনকেও প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছিলেন। এ নিয়ে গত ১৭ বছরে পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে পেতংর্তানকে ক্ষমতাচ্যুত করল সাংবিধানিক আদালত। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, থাইল্যান্ডে শিনাওয়াত্রা পরিবারের নির্বাচিত সরকারগুলোর সঙ্গে প্রভাবশালী রক্ষণশীল ও রাজতন্ত্রপন্থী জেনারেলদের দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্বে আদালতের পক্ষপাতমূলক ভূমিকা।

অনিশ্চয়তার আভাস
এখন পেতংর্তানের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে এক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে ক্ষমতার মূল ভরকেন্দ্রে থাকসিন শিনাওয়াত্রা থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন দল ও ক্ষমতাধর গোষ্ঠীর মধ্যে সমঝোতার মাধ্যমে ‘ফেউ থাই’ দলকে নেতৃত্বে রাখা নিয়ে এখন তৎপরতা চলবে।

দেশটির সংসদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না করার আগ পর্যন্ত ডেপুটি প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং বর্তমান মন্ত্রিসভা অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন। তবে এ নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য পাঁচজন আছেন। এর মধ্যে ‘ফেউ থাই’ দলের ৭৭ বছর বয়সী চাইকাসেম নিতিসিরি একজন সাবেক অ্যাটর্নি জেনারেল। তবে তাঁর মন্ত্রিসভায় থাকার অভিজ্ঞতা সীমিত এবং রাজনীতিতে খুবই চুপচাপ স্বভাবের।

অন্যদের মধ্যে আছেন রাজনীতি থেকে অবসর নেওয়া সাবেক প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা। তিনিই ২০১৪ সালে ফেউ থাই সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন। আরও আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। তিনি পেতংত্রানের ফোনালাপ ফাঁস হওয়ার পর তাঁর জোট থেকে নিজের দলকে সরিয়ে নেন।

এই রায় থাইল্যান্ডকে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল এমন এক সময়ে, যখন সংস্কার থমকে আছে এবং অর্থনীতি ধুঁকছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এ বছর দেশটির প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৩ শতাংশ।

ফেউ থাই নেতৃত্বে গঠিত যেকোনো জোট সরকারই হবে খুবই নড়বড়ে। ফলে সংসদে প্রায়ই বিরোধীদলের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বিরোধী শিবিরের রয়েছে বিপুল জনসমর্থন, আর তারা আগাম নির্বাচনের দাবি তুলছে।

চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী স্তিথর্ন থানানিথিচট বলেন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া কঠিন হবে এবং এতে যথেষ্ট সময়ও লাগতে পারে। সব পক্ষের স্বার্থ এক জায়গায় মেলানো সহজ নয়। ফেউ থাই এবার অস্বস্তিকর অবস্থায় পড়বে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

লস অ্যাঞ্জেলেসের রাস্তায় তলোয়ারবাজি, শিখ যুবককে গুলি করে হত্যা করল পুলিশ

থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্তের আদেশ আদালতের

৬ বছরে প্রথম চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন

যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল চীন

ইসরায়েলি হামলায় রয়টার্স, এপি, আল-জাজিরা ও ইনডিপেনডেন্টের সাংবাদিক নিহত

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।