তরুণীকে ধর্ষণের ঘটনায় খুলনা তেরখাদা থানা পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। গত ৭ জুন দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন পানতিতা গ্রাম এলাকা থেকে হাসিব মোল্লাকে (২৭) গ্রেপ্তার করা হয়।
খুলনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর পাওয়া যায়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসিব মোল্লার সাথে গত অনুমান ১ বছর পূর্বে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৬ জুন রাতে হাসিব মোল্লা বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম হাসিব মোল্লাকে বিবাহের কথা বললে হাসিব মোল্লার পরিবার ভিকটিমের নিকট মোটা অংকের টাকা দাবি করে।
এই ঘটনায় গত ৭ জুন তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।