সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ছাপিয়ে সাবেক এমপি হাবিবের মুক্তির দাবি | চ্যানেল খুলনা

তালায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ছাপিয়ে সাবেক এমপি হাবিবের মুক্তির দাবি

তালা উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নানা ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হলেও তৃণমূলের নেতাকর্মীরা সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তির দাবীতে সরব ছিলেন।

সমাবেশে স্থলে হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড দেখো যায়।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তালা উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (২৯ আগস্ট) বিকালে কপোতাক্ষ হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রউফ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী এ্যাড.সাহানারা পারভীন বকুল। এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তারিকুল হাসানসহ জেলা, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে আগত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা খালিদ আহমেদ বলেন, তালা-কলারোয়র গণমানুষের নেতা হাবিবুল ইসলাম হাবিবের রাজনৈতিক মেধা, প্রজ্ঞা ও জনপ্রিয়তাকে সরকার ভয় পায়। এজন্য ডাহা মিথ্যা একটা মামলা দিয়ে তাকে জেলে রেখেছে সরকার। আমরা হাবিবের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন বলেন, আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে এই ফ্যাসীবাদী সরকার জেলে ভরে রেখেছে। আমরা আমদের নেতার মুক্তি চাই। উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জিল্লুর রহমান বলেন, জোর করে জেলে ভরে রেখে হাবিবের জনপ্রিয়তাকে ঠেকিয়ে রাখা যাবে না। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীদের সকলের একটায় দাবি হাবিবের মুক্তি চাই।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার!

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।