সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় বৈসম্যবিরোধি ছাত্র আন্দোলনের রোড মার্চ | চ্যানেল খুলনা

তালায় বৈসম্যবিরোধি ছাত্র আন্দোলনের রোড মার্চ

oplus_0

সাতক্ষীরার তালায় ৪ দফা দাবিতে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে রোড মার্চ পালিত হয়েছে। বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলন তালা উপজেলার আয়োজনে বুধবার (১৪ আগষ্ট) তালা বিদে সরকারি স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু করে তালা প্রেসক্লাব এর সামনে এসে শেষ হয়।

এসময় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদ ওমর আল-ফয়সাল, ঢাকা সোহরাওয়াদী কলেজের ছাত্র আব্দুল কাদের, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র রবিউল ইসলাম শেখ, সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র শরিফুল ইসলাম প্রমুখ। এসময় মির্জা সাকিব, ফাইম হোসেন ফুল, শাহ-জালাল আহম্মেদ, মোঃ আল রিদওয়ানুল ইসলাম, তানভীর রহমান, রাবেয়া খাতুন সহ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা ৪ দফা তুলে ধরেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৪ দফা দাবি হলো

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তালায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার

তালা খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

তালায় দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক গণেশের পিতা

বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।