সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ তিনজন আহত | চ্যানেল খুলনা

তালায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ তিনজন আহত

সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর গ্রামের আমজাত সরদারের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে একই গ্রামের রবিউল সরদারের ছেলে মিলন সরদারদের পরিবারের দীর্ঘদিন ধরে ছয় শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

হাবিবুর রহমান জানান, মিলন সরদার গং আমাদের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এজন্য গত ২৬ অক্টোবর তালা থানায় চারজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে আমার মা আলেয়া বেগম বাড়িতে একা ছিলেন। এসময় প্রতিপক্ষ মিলন সরদার গং হামলা চালিয়ে বাশের আঘাতে তাঁর মাথা ফাটিয়ে দেয় এবং মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে আমি ও আমার বাবা বাড়ি ফিরলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে ঘরের জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয়।

এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, আমি ও আমার বাবা প্রাথমিক চিকিৎসা নিয়েছি, আর আমার মা হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা

বেনাপোল বন্দরে ব‍্যবসায়ীদের সাথে বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত

তালায় নাজমুল ও রাজু গংদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত!

তালায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভায় হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।