ডুমুরিয়া হাটে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির সময় এ অভিযান চালানো হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান- এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।
জব্দকৃত ৩০ কেজি আফ্রিকান মাগুর সাজিয়াড়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, মৎস্য রক্ষাও সংরক্ষণ আইন অনুযায়ী আফ্রিকান মাগুর মাছ চাষ, ক্রয়-বিক্রয়,পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ।
এ বিষয়ে বিভিন্ন হাটবাজারে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে। আমরা এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছি। উপজেলা প্রশাসনের সহায়তায় আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।