সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া নিউজ ২৪.কম এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়া নিউজ ২৪.কম এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: খুলনার ডুমুরিয়া উপজেলা ব্যাপী সকলের কাছে জনপ্রিয় নিউজ পোর্টাল ডুমুরিয়া নিউজ ২৪. কম এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে জমকালো অনষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে ডুমুরিয়া প্রেসক্লাবের ‌সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার প্রকাশক এ্যাডভোকেট আব্দুল মজিদ,সহ-সম্পাদক আবু জাফর,ডুমুরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মাহাতাব হোসেন,যুগ্নসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডুমুরিয়া নিউজ ২৪.কমের সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী মাসুম, ব্যাবস্থাপনা সম্পাদক খান মহিদুল ইসলাম,নির্বাহী সম্পাদক মোঃ মোক্তার হোসেন,বার্তা সম্পদক গাজী নাসিম,ডুমুরিয়া নিউজ ২৪. কম এর সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন,সাব্বির হোসেন বাপ্পি,মুজাহিদুল ইসলাম সেতু,মোঃ শান্ত,মোঃ ইমরান হোসেন, পার্থ দাস,মিজান মোরশেদ,বাধন, আসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি বিশ্বাস করি অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় ডুমুরিয়া নিউজ ২৪.কম’ অনলাইন পত্রিকাটি হবে সম্পূর্ণ দল নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর। পত্রিকাটির সম্পাদক এলাকার একজন অন্যতম সাংবাদিক হিসাবে পরিচিত বিধায় তার হাত ধরে নতুন ধারার পত্রিকাটি ভিন্ন দৃষ্টি ভঙ্গি নিয়ে গণমানুষের কাছে সত্য ও নিরপেক্ষ বার্তা পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি, তাই যেকোন পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ,থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। এমন সব লেখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। তাই আমি আশা করি ডুমুরিয়া নিউজ ২৪. কম সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে।

সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম বলেন,শক্ত কলমে লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজে যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে সমাজের জন্য কাজ করতে গেলে প্রতিকূলতা আসবে এবং শক্ত হাতে সেটাকে প্রতিহত করতে হবে এবং ভয় কে জয় করতে হবে। ডুমুরিয়া নিউজ ২৪.কম এর সম্পাদক গাজী মাসুম ও ব্যবস্থাপনা সম্পাদক খান মহিদুল ইসলাম সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, ডুমুরিয়া নিউজ ২৪.কম ডুমুরিয়ার গনমানুষের কথা বলবে, দেশ এবং বিদেশের মাঝে ডুমুরিয়া কে তুলে ধরতে সক্ষম হবে। সরকারের সাফল্যকে সমজের মানুষের কাছে পৌঁছে দেবে। সমাজের সমস্ত রকম অন্যায় অসঙ্গতিকে প্রতি মুহূর্তে ডুমুরিয়া নিউজ ২৪.কম এর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবে। সমাজের সকল অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ডুমুরিয়া নিউজ ২৪.কম সবসময় কথা বলবে, বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান সার্বিক ‌সঞ্চালনা করেন সাংবাদিক মাসুম গাজী।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা

বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : উপ-উপাচার্য

খুবিতে শিক্ষকের গায়ে হাত তোলা অভিযুক্ত শিক্ষার্থী নোমান আটক

চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ

পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্য সহ ছাত্রলীগ নেতা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।