সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়াসহ দক্ষিণ অঞ্চলের চিংড়ি রপ্তানিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব | চ্যানেল খুলনা

ডুমুরিয়াসহ দক্ষিণ অঞ্চলের চিংড়ি রপ্তানিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব

শেখ মাহতাব হোসেন ::  ডুমুরিয়া(খুলনা) ডুমুরিয়া সহ দক্ষিণ অঞ্চলের চিংড়ি রপ্তানিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব‌ পড়েছেন।
হিমায়িত চিংড়ি রপ্তানিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। সাড়ে ৫ মাস ধরে রাশিয়া ও ইউক্রেনে চিংড়ি রপ্তানি বন্ধ রয়েছে। ইউরোপের অন্য দেশগুলোতেও কমেছে রপ্তানি। এতে বিপাকে পড়েছেন খুলনা অঞ্চলের রপ্তানিকারকরা।
রপ্তানিকারকরা জানান, করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত চিংড়ি রপ্তানিতে ছিল মন্দা অবস্থা। সেই ধকল পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ কারণে রপ্তানি করা যায়নি প্রায় ৪৬ কোটি টাকার চিংড়ি।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে রাশিয়ায় রপ্তানি হয়েছিল ৭৩১ টন চিংড়ি, যার দাম ৫৮ কোটি ৪৪ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয়েছে ২৪০ টন, যার দাম ২০ কোটি ২৬ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে ইউক্রেনে রপ্তানি হয়েছিল ১১৯ টন চিংড়ি, যার দাম ১১ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয়েছে ২৯ টন, যার দাম ৩ কোটি ২১ লাখ টাকা।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সহসভাপতি হুমায়ুন কবীর আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন কে বলেন, যুদ্ধের কারণে রাশিয়া ও ইউক্রেনে চিংড়ি রপ্তানি বন্ধ। এর আগে খুলনার ২ জন রপ্তানিকারক রাশিয়ায় ১ কোটি টাকার চিংড়ি পাঠালেও সেই টাকা পাননি। রাশিয়ার ব্যাংকগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আটকে গেছে সেই টাকা।
বিএফএফইএর পরিচালক মো. রেজাউল হক বলেন, যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। সে কারণে ইউরোপে হিমায়িত চিংড়ি রপ্তানি আগের তুলনায় কিছুটা কমেছে।

খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক মো. আবু ছাইদ বলেন, যুদ্ধের প্রভাব খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানি খাতে পড়েছে। মৎস্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে তৎপর।
রপ্তানিকারকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়েও মৎস্য বিভাগ সচেষ্ট রয়েছে। বকেয়া টাকা ফেরত পেতে মৎস্য অধিদপ্তর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক নিকট জানতে চাইলে তিনি ‌মুখ খোলেননি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ফ্যাসিস্টদের কেউ যেনো বিএনপি’র মধ্যে অনুপ্রবেশ করতে না পারে : আলি আসগার লবি

কুৎসা রটানোর মাধ্যমে বিরোধীরা বিএনপি’র নেতাকর্মীদের মনোবল ভাঙতে চাইছে

খুলনার বড়বাজারে নিষিদ্ধ পলিথিন উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।