ডুমুরিয়ায় মাহিন্দ্রা এবং তেলবাহী ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও সাত জন আহত হয়েছে। শনিবার ( ১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
গুরুতর অবস্থায় স্থানীয়রা ৭ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
তিনি জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।