সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় লাভের স্বপ্ন চাষিদের! | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় লাভের স্বপ্ন চাষিদের!

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখানকার কৃষকরা লাভ বা লোকসানের কথা চিন্তা করেননা। কৃষির প্রতি ভালোবাসা থেকে প্রতিবারই ইরি ও বোরো ধানের চাষ করে থাকেন। বর্তমানে কৃষকের রোপন করা বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা।
জানা যায়, ডুমুরিয়া কৃষকরা শত বাঁধা পেরিয়ে নিবিড় পরিচর্যা, সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করে বোরো ধানের চাষ করেছেন। এখন মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের সূত্র মতে, এবছর এই উপজেলার ১৪টি ইউনিয়নে ১৯ হাজার ৯৫০হেক্টর জমিতে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০ হাজার ১৩৫হেক্টর জমিতে চাষ করা হয়েছে। বেশি চাষের পাশাপাশি বেশি উৎপাদনেরও ধারনা করা হচ্ছে।
স্থানীয় কৃষকরা বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করায় চাষিরা গত বছরের তুলনায় এবছর বেশি জমিতে চাষ করেছেন। বৈশাখ মাসে সোনালি ধানের শিষে ঝলমল করবে মাঠ। সেই মাসের মাঝামাঝি সময়ে ধান কেটে মাড়াই শুরু করবেন। সোনালী এই ফসল ঘরে তুলতে অধীর আগ্রহে কৃষকরা অপেক্ষা করছেন।
ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের বরোধান চাষী ‌শেখ লুৎফর রহমান বলেন ‌আমাদের টিপনা ব্লাকে ‌ধানের বাম্পার ফলন ‌হয়েছে। উপজেলা কৃষি অফিসার ‌সার্বিক সময় ধানের খোজ‌ খবর নিচ্ছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, আবহাওয়া অনুকূলে ও ধান গাছের কোনো রোগবালাই না হওয়ায় বাম্পার ফলনের আশা করছি। চলতি বছর এই উপজেলায় চাষাবাদের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২০ হাজার ১শত ৩৫হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। আশা করছি চাষের লক্ষ্যমাত্রার মতো উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়া যাবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ফ্যাসিস্টদের কেউ যেনো বিএনপি’র মধ্যে অনুপ্রবেশ করতে না পারে : আলি আসগার লবি

কুৎসা রটানোর মাধ্যমে বিরোধীরা বিএনপি’র নেতাকর্মীদের মনোবল ভাঙতে চাইছে

খুলনার বড়বাজারে নিষিদ্ধ পলিথিন উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।