সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায়‌ উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার পাশে ৫শত তালের বীজ রোপণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায়‌ উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার পাশে ৫শত তালের বীজ রোপণ

খুলনা ডুমুরিয়ায় কৃষি অফিসের বাস্তবায়নে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাল,খেজুর, ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা, বীজ রোপন কর্মসূচি আওতায় রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী ডুমুরিয়া উপজেলার বসুন্দিয়া থেকে চটচটিয়া ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার রাস্তার পাশে ৫ শত তালেস বীজ রোপন করেন ও উপস্থিত থেকে ‌বক্তব্য রাখেন, ডুমুরিয়ার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরানজয় মন্ডল। আত্র কালিকাপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, করুনা মন্ডল, এবং পার্শ্ববর্তী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, তনয়া বিশ্বাস, এলাকার সমাজ সেবক ফারুক বিশ্বাস, খালিদ হোসেন সরদার ,মশিউর রহমান শেখ,ও রেহানা বেগম সহ আরো অনেকে।

উল্লেখ্য ডুমুরিয়াসহ সারাদেশে ৫০ লাখ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করবে ‘বনায়ন’।

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, বিশ্ব পরিবেশ দিবস ২০২৩-এ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে দেশের বেসরকারি খাত পরিচালিত সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’। বর্তমানে, দেশজুড়ে ২২টি’রও বেশি জেলায় পরিচালিত হচ্ছে ‘বনায়ন’ প্রকল্পের কার্যক্রম। বাংলাদেশ সরকারের সাথে একযোগে পরিবেশ দিবসে বনায়ন ২০২৩ সালে  ৫০ লাখ গাছের চারা বিতরণ করার ঘোষণা দিয়েছে। পরিবেশ রক্ষায় বনায়ন উদ্যোগের এই যাত্রার ৪৩ বছর পূর্ণ হচ্ছে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে। বন বিভাগের দেশব্যাপী বৃক্ষরোপণের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮০ সালে বনায়ন প্রকল্পের যাত্রা শুরু হয়।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দেশজুড়ে ১৮টির বেশি নার্সারিতে এই চারাগুলো তৈরি করা হয়েছে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখতে এই কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষক ও অংশীজনদের এখন পর্যন্ত প্রায় ১২ কোটি বনজ, ফলজ ও ঔষধি জাতীয় গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এই কর্মকান্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কৃষকদের সহযোগিতায় ‘বনায়ন’ ১১৯টির ঔষধি বাগান তৈরী করেছে। এই উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-১৫ (স্থলজ জীবন) অর্জনে সরাসরি অবদান রাখছে বনায়ন। এছাড়া, ২০৩০ সালের মধ্যে দেশের মোট ভূমির ২৫ শতাংশ বৃক্ষ দ্বারা আচ্ছাদনে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট

খুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি

ডুমুরিয়ায় মোটর সাইকেলে ধক্কায় মৎস্য চাষির মৃত্যু

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন ঢাকায় গ্রেফতার

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

কুয়েট কর্মচারীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।