সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
টেকনাফ সীমান্তে মানব পাচারের চেষ্টা ব্যর্থ, দুই কিশোর উদ্ধার | চ্যানেল খুলনা

টেকনাফ সীমান্তে মানব পাচারের চেষ্টা ব্যর্থ, দুই কিশোর উদ্ধার

কক্সবাজারে চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফে আনার পর সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তি আশ্রিত রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

গতকাল সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক হওয়া রোহিঙ্গা ব্যক্তির নাম মো. রাসেদ (১৮)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। উদ্ধার হওয়া দুই কিশোর হলো কক্সবাজার শহরের লালদীঘির পাড় এলাকার আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সোহেল (১৬)।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানব পাচারকারী একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ খবরে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করে। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা হচ্ছে—এমন তথ্য পেয়ে বিজিবি কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালায়।

কর্নেল আশিকুর বলেন, ঘটনাস্থলে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মানব পাচার চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং উদ্ধার হওয়া দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সোমবার রাতেই তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

রিকশাচালককে খুন করে ব্যাটারি বেচে মাদক সেবন করেন হত্যাকারীরা: পুলিশ

বাড্ডায় চালককে খুন করে তাঁরই গ্যারেজে রিকশা বেচতে গিয়ে ধরা

প্রেমের ফাঁদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, তিন বন্ধু গ্রেপ্তার

বিএনপির শ্রমিক দলে পদ পেলেন আওয়ামী লীগের ৫ নেতা

৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের, মামুনের মাথার খুলি এখনও ফ্রিজে

কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।