সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত | চ্যানেল খুলনা

টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত

রাতভর ভারী ও টানা বর্ষণে খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের ছাদ ধসে পড়েছে। এতে শতাধিক ভলিউম বই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। চুন আর সুড়কি দিয়ে ব্রিটিশ আমলের তৈরি খুলনা জেলা ও সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ের মেয়াদোত্তীর্ণ একতলা ভবনে ঝুঁকি নিয়েই কাজ চলছে।

রেজিস্ট্রি অফিসের কর্মীরা জানান, গতকাল সোমবার বিকেল থেকে সারা রাত একটানা ভারী বর্ষণ হয়। আজ মঙ্গলবার অফিস খোলার পর দেখা যায়, ভবনের রেকর্ড রুমের ছাদের একটি অংশ ভেঙে পড়ে বৃষ্টিতে রেকর্ড রুম তলিয়ে গেছে। তাৎক্ষণিক স্টাফরা ক্ষতিগ্রস্ত শতাধিক রেকর্ড বই ফ্যানের বাতাসে শুকাতে দেন। এরপর পানি সেচে ফেলা হয়।

দুপুরে ওই অফিসে গিয়ে দেখা যায়, ভেঙে যাওয়া ছাদের অংশটি ঢালাই দিয়ে মেরামতের কাজ চলছে।

জানতে চাইলে খুলনা রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। প্লাস্টার খসে খসে পড়ছে। কয়েক দিনের অতি বৃষ্টিতে আজ ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ পড়ে যায়। ফলে বৃষ্টিতে সেখানে রাখা শতাধিক বই পানিতে ভিজে গেছে। বৃষ্টির পানি যাতে আর না আসতে পারে, সে জন্য ছাদের ওপর পলিথিন দিয়ে চারজন শ্রমিকের মাধ্যমে রেকর্ড রুম পরিষ্কার করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ছাদ এর আগেও কয়েকবার ধসে পড়েছিল। বিভিন্ন সময়ে ছাদের অংশ ভেঙে পড়ায় কয়েকজন আহত হয়েছেন। মাঝেমধ্যে সংস্কার করে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও প্রতিনিয়ত আতঙ্কে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।

খুলনা সিটি করপোরেশন ভবনের পাশেই রেজিস্ট্রি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, এটি খুলনার একটি প্রাচীন ভবন। ভবনটিতে রয়েছে খুলনা ও বাগেরহাট জেলার জমির মূল্যবান দলিলপত্রের রেকর্ড। রক্ষণাবেক্ষণের অভাবে জমির রেকর্ডগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

জানতে চাইলে খুলনা জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ‘ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনায় অফিস বন্ধ থাকা, অফিস শিফট করতে না পারার কারণে ওই প্রকল্পের অর্থ ফেরত যায়। আমরা বর্তমানে খুবই ঝুঁকি নিয়ে কাজ করছি। জরুরি ভিত্তিতে অফিস শিফট করা প্রয়োজন। আশপাশে ভবন খোঁজা হচ্ছে, পেলেই আমরা চলে যাব।’

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

৩ মাস পর সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা উঠছে কাল, প্রস্তুত জেলে ও বনজীবীরা

খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, আহত ১৫

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের দুটি ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ

দাকোপে দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্তের আশঙ্কা

ডুমুরিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘কথিত ধর্মগুরু’ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।