সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জীবন ও জীবিকার জন্য পরিবেশ সুরক্ষা অত্যন্ত জরুরি | চ্যানেল খুলনা

জীবন ও জীবিকার জন্য পরিবেশ সুরক্ষা অত্যন্ত জরুরি

পরিবেশ সুরক্ষা অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের জীবন ও জীবিকার জন্য অপরিহার্য। দূষণমুক্ত এবং সুস্থ পরিবেশ আমাদের সুস্থভাবে বাঁচতে সাহায্য করে, প্রাকৃতিক সম্পদ রক্ষা করে, এবং ভবিষ্যতের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। দূষিত বাতাস, জল এবং মাটি আমাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। পরিবেশ দূষণ বিভিন্ন রোগ সৃষ্টি করে এবং জীবনযাত্রার মান কমিয়ে দেয়। পরিবেশ সুরক্ষার জন্য ব্যক্তিগত এবং সম্মিলিত প্রচেষ্টা উভয়ই প্রয়োজন। আমাদের সকলেরই পরিবেশ সুরক্ষার গুরুত্ব অনুধাবন করে এই বিষয়ে সচেতন হতে হবে এবং পরিবেশ সুরক্ষার জন্য কাজ করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ খুলনার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টায় জনউদ্যোগ খুলনার আয়োজনে রূপসা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গাছ লাগাই- পরিবেশ বাঁচাই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শিক্ষক নেতা মানস রায়। ধারণাপত্র উপস্থাপন করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মুজিবর রহমান, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, রূপসা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কুমারেশ চন্দ্র ঘরামী, আসমা আক্তার , শিপ্রা মন্ডল, শাম্মী আক্তার, শিক্ষার্থীদেও মধ্যে বক্তব্য রাখেন অরিত্র ঘরামী ও লামিয়া আক্তার মদিনা প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষা হবে এবং এগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই করে তুলতে হবে। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে তাদের আবাসস্থল সহ রক্ষা করতে হবে, যা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

বক্তরা বলেন, পরিবেশ দূষণ জলবায়ুু পরিবর্তনের অন্যতম কারণ। পরিবেশ সুরক্ষার মাধ্যমে আমরা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে পারি এবং জলবায়ুু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলি মোকাবিলা করতে পারি। দূষণমুক্ত পরিবেশ অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক। একটি সুস্থ পরিবেশ পর্যটন, কৃষি এবং অন্যান্য শিল্পের বিকাশে সাহায্য করে।

তাই পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করবে। সভা থেকে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার আহবান জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপনে ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিট ২০২৫ সফলভাবে সম্পন্ন

খালিশপুর থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

অনেক শাসন দেখেছি এগুলো শাসন ছিল না, ছিল শোষণ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।