সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ছুটি কাটাতে গিয়ে মৃত্যুর মুখে জনপ্রিয় অভিনেত্রী | চ্যানেল খুলনা

ছুটি কাটাতে গিয়ে মৃত্যুর মুখে জনপ্রিয় অভিনেত্রী

“আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল এবং আমি হাসপাতালে ছিলাম এত কঠিন সময় পার করেছি” লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সৃষ্টি রোদে।

সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছুটির সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে দেশে ফিরিয়ে নেওয়ারও সময় দেননি অভিনেত্রী। তাই তাকে আমস্টারডামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেন, এক পর্যায়ে- তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি ভারতে ফিরতে পারবেন কিনা।

কিছুদিন আগে সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। আচমকাই বেশ কিছু ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় হাসপাতালে অভিনেত্রী। মুখে লাগানো নল।

পোস্টের ক্যাপশনে লেখা, ‘আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলি পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি। আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল এবং আমি হাসপাতালে ছিলাম এত কঠিন সময় পার করেছি, এক ভয় পেয়েছি যে আমি বাড়ি ফিরতেও পারব না বলে মনে হচ্ছিল।’

তিনি আরও লিখেন, ‘আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসা ফুরিয়ে যায় কিন্তু আমি ফিরে আসতে পারছি না। একটা বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বইয়ে ফিরি। এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিত্‍সক বলেন- এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এখনো দুর্বল। কিন্তু আমি আশাবাদী তাড়াতাড়ি সেরে উঠব।’

শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টি। তার পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। ছবিতে দেখা যায়- অক্সিজেন দিতে হয়েছিল অভিনেত্রীকে। বেশ কিছুদিন অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।