বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে শিক্ষার্থীদের হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ কলেজ মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শেখ, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, উপজেলা জামায়েতে ইসলামী সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুর আলী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান শেখ, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজাজ্জামান আসাদ, বিশিষ্ট সমাজসেবক শহর আলী গাজী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ অনিক, ফয়জুুল হক কাজী, আবুল বাসার তালুকদার প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে অতিথিরা হামদ- নাত প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইতিহাস বিষয়ের প্রভাষক হারুন-অর- রশিদ ।