বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক গীতা রানী রানার পিতা ধীরেন্দ্রনাথ রানা ও মাতা খুকু রানী রানার স্বরণে প্রতিবছরের ন্যায় এ বছরও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। একই সাথে এলাকার প্রবীণ ব্যক্তিদের মাঝে পবিত্র গ্রন্থ ও বস্ত্র প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিদাস মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিরেশ্বর মধু, চিত্ত রঞ্জন বিশ্বাস, অমল বিশ্বাস, সমাজ সেবক তিমির কান্তি রায়, সাবেক রেল কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মণ্ডল, চরডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ। স্মৃতিচারণ শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।