সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রামকে শহরায়ন করতে কাজ করছে শেখ হাসিনার সরকার :আ.ফ.ম রুহুল হক এমপি | চ্যানেল খুলনা

গ্রামকে শহরায়ন করতে কাজ করছে শেখ হাসিনার সরকার :আ.ফ.ম রুহুল হক এমপি

সাতক্ষীরার সখিপুর ব্রিজ সংলগ্ন আরএন্ডএইচ থেকে চালতেতলাগামী নির্মানাধীন ১ কিলোমিটার কার্পেটিং সড়কের উদ্বোধন কালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনসাধারণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিতে নিরালস কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প ও বানিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের শাসনামলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। জনসাধারণ এখন দূরের হাসপাতালে না গিয়ে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে পারছে। হাতের কাছেই ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার থেকে চাকুরীর আবেদন, সরকারী বিভিন্ন দপ্তরের আবেদন, জমির কাগজপত্রের আবেদনসহ সকল সেবা পাচ্ছেন। দেশের প্রত্যেকটি উপজেলায় শিক্ষাব্যবস্থার উন্নয়নে স্কুল কলেজের নতুন নতুন ভবন নির্মান, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপন, দূর্যোগ ঝুঁকি হ্রাসে আশ্রয়কেন্দ্র, রাস্তাঘাট নির্মানসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাছাড়া ইতোপূর্বেই দেবহাটা উপজেলাতে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার বহু মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ দূর্দশা লাঘবের জন্য এক কোটি ৪২ লাখ ৭৩ হাজার টাকা ব্যায়ে ১ কিলোমিটার বিস্তৃর্ন এ রাস্তাটি কার্পেটিং করনের উদ্যোগ নেয়া হয়। শীঘ্রই রাস্তাটির নির্মান কাজ শেষ করতে আমরা বদ্ধ পরিকর। এছাড়াও উপজেলার আরো কয়েকটি রাস্তা কার্পেটিংয়ের অপেক্ষায় রয়েছে, যেগুলোও অনুমোদন পরবর্তী ক্রমান্বয়ে কাজ শেষ করা হবে। এলাকার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সরকারের পাশাপাশি সকল জনসাধারণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এমপি রুহুল হক।
বৃহষ্পতিবার সকাল ১০টায় ফিঁতা কেটে নির্মানাধীন সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, আওয়ামী লীগনেতা রবিউল ইসলাম, শেখ মারুফ হোসেন, শেখ মোনায়েম হোসেন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, কৃষকলীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ মুলদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার!

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।