খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া তরুন যুবসমাজের উদ্যোগে এলাকার সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ৩ টায় মহসিন জুট মিল শ্রমিক কলোনি মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা সোহাগ হোসেন , জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, মোঃ মাসুম বিল্লাহ ও শেখ জিয়াউর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সাইফুল্লাহ তারেক।
এলাকার বিপুলসংখ্যক দর্শক চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলা উপভোগ করেন। খেলার প্রথমার্ধে সিনিয়র একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জুনিয়র একাদশ গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ নাসির উদ্দিন।