সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গায়ক শাফিন আহমেদ এবার অভিনেতা | চ্যানেল খুলনা

গায়ক শাফিন আহমেদ এবার অভিনেতা

এদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় নাম শাফিন আহমেদ। ‘মাইলস’-এর সঙ্গে যার নাম তিন দশক ধরে জড়িয়ে আছে। এখনও গান নিয়েই তার ব্যস্ততা। কিন্তু এবার ভিন্ন এক খবরে এলেন তিনি।

গায়ক শাফিন আহমেদকে এবার পাওয়া যাবে অভিনয়ে। সরাসরি সিনেমায় দেখা যাবে তাকে। যার শিরোনাম ‘রহস্য ঘেরা শহর’। কিশোর থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন তারেক মুহাম্মদ খান। এছাড়া চিত্রনাট্যও লিখেছেন তিনি। ২৮ ফেব্রুয়ারি (রোববার) এতে চুক্তিবদ্ধ হয়েছেন শাফিন।

শাফিন আহমেদ বলেন, ‘গানের বাইরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে এটি। পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল অনেকদিন। শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হলাম। একজন রহস্যমানবের চরিত্রে এখানে দেখা যাবে আমাকে।’

তারিক মুহাম্মদ হাসান বলেন, ‘মাইলসের গান শুনে আমরা বড় হয়েছি। শাফিন ভাইয়ের কণ্ঠ আজও সবার কাছে পরিচিত। সেই মানুষটি আমার সিনেমায় কাজ করবেন। আমাদের ওপর তিনি আস্থা রেখেছেন। এর আগেও সংগীত তারকাদের নিয়ে কাজ করেছি। আবারও সুযোগ পেলাম।’

জানা যায়, ১১ মার্চ থেকে ‘রহস্য ঘেরা শহর’-এর শুটিং শুরু হবে। আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে আরও অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি প্রমুখ।

উল্লেখ্য, শাফিন আহমেদ ব্যান্ডের পাশাপাশি ব্যস্ত আছেন তার ‘ডাবল বেইজ’ প্রোডাকশন নিয়ে। যেখান থেকে নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি। এরমধ্য দিয়ে নতুনরাও সুযোগ পাচ্ছেন শাফিন আহমেদের সঙ্গে কাজ করার।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।