খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের শিরোমনি অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, খুলনার জুলাই-২০২৫ ‘র মূল শ্রেণী কার্যক্রম শুরু উপলক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির (এনডিসি)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৬ টি বিভাগের বিভাগীয় প্রধান যথাক্রমে সিএসই বিভাগের মেহেদী হাসান, ইইই বিভাগের ড. বাসুদেব চন্দ্র ঘোষ, এমই বিভাগের ড. খন্দকার আফতাবুর রহমান, সিই বিভাগের ড. নাদিম খন্দকার, ইংরেজি বিভাগের শেখ শরিফুল ইসলাম ও বিবিএ বিভাগের ড. জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন অভিভাবক ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।