সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় শিশুপুত্রের সামনেই সংবাদকর্মীকে পিটুনি সৈনিক লীগ নেতার | চ্যানেল খুলনা

খুলনায় শিশুপুত্রের সামনেই সংবাদকর্মীকে পিটুনি সৈনিক লীগ নেতার

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য তৈরির সংবাদ সংগ্রহে যাওয়ায় খুলনার পাইকগাছায় এক সংবাদকর্মীর ওপর হামলা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিবসা সেতুর পাশে তাকে মারধরের পর হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার সঙ্গে তিন বছর বয়সী শিশুসন্তানও ছিল।

ভুক্তভোগী শাহজামান বাদশা স্বাধীন মত নামে একটি দৈনিকের উপজেলা প্রতিনিধি ও পাইকগাছা প্রেস ক্লাবের সদস্য। তার অভিযোগ, শিবসা সেতুর পাশে আয়শা ফুড প্রোডাক্ট নামের একটি বেকারি আছে। সেখানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ পেয়ে তিনি রোববার সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া ও কারখানার ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন কারখানার মালিক মিনারুল ইসলাম ওরফে টোল মিনারুল। তিনি পাইকগাছা উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহজামান বাদশা শিবসা সেতুর সংযোগ সড়ক দিয়ে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। ওই বেকারির সামনে পৌঁছামাত্র লোকজন নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন মিনারুল। পরে বাদশার মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙেন ও মারধর শুরু করেন। এ সময় ভয়ে চিৎকার করে কাঁদতে থাকেন তার শিশুপুত্র। পথচারীরা গিয়ে তাদের দু’জনকে উদ্ধার করেন।

সৈনিক লীগ নেতা মিনারুল ইসলামের ভাষ্য, ‘ওই সাংবাদিক আমার কারখানার ভেতরে ঢুকে ভিডিও করেন। আমার অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করলেন কীভাবে, সেটা জানার জন্য তাকে দাঁড় করানো হয়েছিল। এর বেশি কিছু নয়। বিষয়টির মীমাংসা হয়ে যাবে।’

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক। তবে পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ দুপুরে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি, পেলে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় অধিগ্রহণের দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন

খুলনায় পৃথক ঘটনায় ৪ লাশ উদ্ধার

বটিয়াঘাটায় পুকুরে পড়ে গৃহবধূর মৃত্যু

খুলনায় ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

এক বছরে দেশের স্বাস্থ্য সেবা ১০ ভাগ নীচে নেমে গেছে: পুষ্টি পরিষদের ডিজি

খুলনায় শিশুপুত্রের সামনেই সংবাদকর্মীকে পিটুনি সৈনিক লীগ নেতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।