সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় সাংবাদিকের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিকের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দৈনিক আমরা দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে খুলনার সাংবাদিক সমাজ। রোববার (৯ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের চত্বরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন করার দাবি জানান। প্রশাসনের অবহেলা ও পুলিশের নিস্ক্রিয়তার সুযোগে মহানগরী খুলনা আতংকের জনপদ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দিনদুপুরে শহরের প্রাণকেন্দ্রে দুইজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা করে গুরুতর আহত করে বীরদর্পে ফিরে গেছে সন্ত্রাসীরা। ২৪ ঘন্টা পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। আজ শুধু খুলনা নয়, সারা দেশের সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, এই হামলার বিচার না হলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশ এর ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির উপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়ের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরী সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, ৩৬ জুলাই যোদ্ধা আহম্মদ হামিম রাহাত, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, এমইউজে খুলনার নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নেয়ামুল হোসেন কচি, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির, এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, বাংলা নিউজ-২৪ ডট কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, কবি নজরূর গবেষক সৈয়ক আলী হাকিম। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন সিপিবি’র মহানগরীর সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের মহানগরী আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বিজিপির সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা শের আলম সান্টু, এস এম সোহরাব হোসেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সদস্য খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান, নিউজ টোয়েন্টি ফোরের মাকসুদ আলী, দৈনিক যুগান্তরের আহমদ মুসা রঞ্জু, দৈনিক পূর্বাঞ্চলের মাশরুর মুর্শেদ, দেশ টেলিভিশনের নূর ইসলাম রকি, দৈনিক সমকালের সামশুল আলম খোকন, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. আমিরুল ইসলাম ও এম এ জলিল, এনটিভির ক্যামেরাপার্সন আজিজুল ইসলাম, ফটো সাংবাদিক সেলিম গাজী, দৈনিক নয়াদগন্তের শেখ শামসুদ্দিন দোহা, বাংলাদেশ প্রতিদিনের শামসুজ্জামান শাহীন, দৈনিক কালের কণ্ঠের কৈশিক দে, যমুনা টিভির শেখ আল এহসান ও প্রবীর বিশ^াস, এখন টিভির রামীম চৌধুরী, দৈনিক কাল বেলার বশির হোসেন, দৈনিক আমার দেশ এর ফুলতলা প্রতিনিধি ওসমান গনি, দৈনিক পূর্বাঞ্চলের হাসান চৌধুরী, দৈনিক প্রবাহের এম এ আজিম, খুলনা গেজেটের হাসানুজ্জামান, দৈনিক রূপালী বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি মো. মনিরুজ্জামান মোড়ল, নিউজ পোর্টাল স্বাধীন প্রতিদিন প্রকাশক ও সম্পাদক আজাদুল হক আজাদ, বাংলাদেশ বেতার খুলনার প্রতিনিধি কামাল হোসেন ও নুরুল আমিন নূর, দৈনিক গ্রামের কাগজ এর ব্যুরো প্রধান রাজু আহমেদ, দৈনিক খুলনার সহকারী সম্পাদক মো. মোজাহিদুর রহমান, দৈনিক নয়াদগিন্তের মাল্টিমিডিয়ার ইমরান হোসেন, জি এম আসাদুজ্জামান, জিএম ইমন প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পাইকগাছা উপজেলায় ১০১ ও পৌরসভায় ৭১ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন

খুলনায় সাংবাদিকের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

খুলনায় আমার দেশ ব্যুরো প্রধানের উপর হামলা বিএফইউজে, এমইউজে ও প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলায় বিজেপিসির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১নং ওয়ার্ডে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ

পিস স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।