
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
স্বল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া রূপালী বাংলাদেশ পত্রিকা প্রতিষ্ঠার পর থেকেই সারা দেশে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে পত্রিকাটি অগ্রগতির পথে এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক, অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ ও চ্যানেল ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন সজল, দৈনিক দিনকাল এর খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম, খুলনা টাইমস’র বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি, খুলনা অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা পোষ্ট এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহাজালাল মোল্লা মিলন, বাংলাদেশ বেতার খুলনা মহানগর রিপোর্টার নুরুল আমিন, দৈনিক রূপালী বাংলাদেশ’র পাইকগাছা প্রতিনিধি শেখ সেকেন্দার আলী, কয়রা প্রতিনিধি জি এম রিয়াজুল ইসলাম, রূপসা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আজকের পত্রিকার খুলনা মাল্টিমিডিয়া প্রতিবেদক ছাব্বির ফকির, আমার সংবাদের মাল্টিমিডিয়া প্রতিবেদক আলফারাজ আবিরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
দৈনিক রূপালী বাংলাদেশ’র খুলনা ব্যুরো প্রধান মো: হাসানুর রহমান তানজিরের সার্বিক পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনে অংশগ্রহণকারীরা রূপালী বাংলাদেশ পত্রিকার পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এ সময় খুলনা ব্যুরো প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।


