সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ভোটের মাঠে পাঁচ হেভিওয়েট, সম্পদের হিসাবে স্ত্রীরাই এগিয়ে | চ্যানেল খুলনা

খুলনায় ভোটের মাঠে পাঁচ হেভিওয়েট, সম্পদের হিসাবে স্ত্রীরাই এগিয়ে

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে বহুল আলোচিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে খুলনার ছয়টি সংসদীয় আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। ছয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতদ্বান্দ্বতা করলেও ভোটারদের দৃষ্টি মূলত বিএনপি ও জামায়াতের পাঁচ প্রভাবশালী হেভিওয়েট প্রার্থীকে ঘিরেই। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে একাধিক চমকপ্রদ তথ্য। সম্পদ ও আয়ের হিসাবে দেখা যাচ্ছে, খুলনার এই হেভিওয়েটদের অধিকাংশের ক্ষেত্রেই নিজেদের চেয়ে স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি। প্রার্থীদের সম্পদ, আয়, কর প্রদান ও মামলার তথ্য এখন খুলনার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। প্রার্থীদের হলফনামায় দেখা যায়, খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও খানজাহান আলী থানার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এক কোটি টাকা বর্তমান বাজারমূল্যের অকৃষিজমি ও ভবনের পাশাপাশি তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। তিনি ২০২৫ কর বছরে আয়কর দিয়েছেন ৫ হাজার ৬২৫ টাকা। রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে ৪৮টি মামলা থাকলেও বর্তমানে সক্রিয় কোনও মামলা নেই। তার স্ত্রীর নামে রয়েছে ১৫ ভরি স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপিরট প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এলএলবি পাস মঞ্জুর বার্ষিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। তার অস্থাবর সম্পদ ৭০ লাখ টাকা ও স্থাবর সম্পদ ৪০ লাখ টাকা হলেও স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ছাড়িয়েছে ১ কোটি টাকা, আর স্থাবর সম্পদ প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। তার বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা। খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী সম্পদের দিক থেকে সবচেয়ে আলোচিত। হলফনামা অনুযায়ী তার স্থাবর সম্পদ ৪ কোটি ৬৪ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ প্রায় ৫২ কোটি টাকা। বিপরীতে তার দায় রয়েছে ১৩ কোটি ৭১ লাখ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকার স্থাবর ও ৩ কোটি টাকার অস্থাবর সম্পদ। সর্বশেষ আয়কর রিটার্নে তিনি প্রায় ৩ কোটি টাকা কর প্রদান করেছেন। খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রার্থী হয়েছেন। তার নিজের নামে কোনও স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৫৪ লাখ টাকা, যা ব্যাংক জমা ও নগদ অর্থে রয়েছে। তার বিরুদ্ধে মোট ৭০টি মামলার তথ্য থাকলেও বর্তমানে সক্রিয় রয়েছে ১৫টি মামলা। খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তার ব্যক্তিগত অস্থাবর সম্পদ ১৬ লাখ ৫০ হাজার টাকা, যেখানে স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী, স্ত্রীর বার্ষিক আয় ও সম্পদে স্বামীর তুলনায় অনেক এগিয়ে এবং কর প্রদানেও স্ত্রীর অংশ উল্লেখযোগ্য।
নির্বাচনী ব্যয়ের হিসাবেও রয়েছে বৈচিত্র। প্রার্থীরা ব্যবসার আয়, পরিবার ও দলীয় অনুদান মিলিয়ে ব্যয়ের পরিকল্পনা জমা দিয়েছেন। সবচেয়ে কম ব্যয়ের হিসাব দিয়েছেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল মাত্র ১৪ লাখ টাকা। আর সর্বোচ্চ ব্যয় দেখিয়েছেন খুলনা-৫ আসনের বিএনপি প্রার্থী আলী আসগর লবী প্রায় ৪০ লাখ টাকা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, প্রার্থীরা যে ব্যয়ের হিসাব দেন, বাস্তবে তার চেয়ে অনেক বেশি খরচ হয়। নির্বাচন কমিশনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।
খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি ধাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, খুলনায় মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না : মিয়া গোলাম পরওয়ার

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।