বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের টিমগুলো রবিবার (২১ সেপ্টেম্বর) খুলনা মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের তদারকি অভিযান পরিচালনা করে।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার দর যাচাই করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং কেউ নির্ধারিত দামের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি প্রদান করা হয়।
এদিন খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
খুলনা মহানগরী :খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার রয়েল মোড় এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে সুইট ম্যাক্সকে ৫ হাজার টাকা ও সাতক্ষীরা আদি ঘোষ ডেয়ারিকে ৩ হাজার টাকা এবং নুর মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা : মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার ভয়না বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সোনার বাংলা হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
যশোর : যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার দড়াটানা মোড় এলাকায় অভিযান চালিয়ে বনফুল এন্ড কোং কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে রাফী বেকারিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মদন মহন মিষ্টান্ন ভাণ্ডারকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এর নেতৃত্বে খোকসা উপজেলার খোকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে হরিরামপুর বীজ ভান্ডারকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাগেরহাট : বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার মুনিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তৌহিদ ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ হাজার টাকা এবং সাকিব স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ২ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।