
খুলনায় আদালত চত্বরের সামনে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রুপসা উপজেলার আইচগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামি রেজাউল মুন্সী হৃদয় ও আলিফ হোসেন নয়নকে গ্রেফতার করা হয়।
এ সময় আসামিদের থেকে ৭৯ টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, একটি দেশীয় কুড়াল, মোবাইল ইত্যাদি উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদেরকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর খুলনা আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনা ঘটে।


