সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন | চ্যানেল খুলনা

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) এর সাহিত্য ও প্রকাশনা কমিটি কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিন এর প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের ২য় তলাস্থ সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এই নিউজ বুলেটিনের মোড়ক উন্মোচন করেন।

এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে শীর্ষ পদে কর্মরত রয়েছেন। এজন্য অ্যালামনাইদের বর্তমান অবস্থা ও তাদের কার্যক্রম নিয়ে প্রোফাইল তৈরির উদ্যোগ নিতে পারে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের কৃতি অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মাননা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কারিকুলাম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে অ্যালামনাইদের অংশগ্রহণ থাকা উচিত। যাতে চাকরির বাজার কিংবা শিক্ষাপরবর্তী কর্মক্ষেত্রে কোন কোন বিষয়ে চাহিদা রয়েছে, তা কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায়। তিনি কুআ’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো নিউজ বুলেটিন প্রকাশ করায় সম্পাদকসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনে অতীতের ন্যায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন কুআ’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং নিউজ বুলেটিনের সম্পাদক প্রফেসর ড. মুন্নুজাহান আরা, সাহিত্য ও প্রকাশনা সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক ড. শেখ তারেক আরাফাত, জনসংযোগ সম্পাদক ড. মো. আজিজুল হাসান, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহকারী অফিস ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার চন্দ, নির্বাহী সদস্য মাহামুদুল হাসান (মিল্লাত) ও কুআ’র অন্যান্য সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

কুয়েটে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ উদ্বোধন

সহযোগী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে নীলক্ষেত থেকে ব্যালট ছাপিয়েছে: ঢাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।