সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির রিসার্চ সেলের প্রকল্পভিত্তিক অর্থায়নে বায়োটক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির রিসার্চ সেলের প্রকল্পভিত্তিক অর্থায়নে বায়োটক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের প্রকল্পভিত্তিক অর্থায়নে ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের আয়োজনে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে ‘ডেভেলপিং হিউম্যান লিভারসেল এটলাস ইউজিং সিঙ্গেল নিউক্লিয়ার আরএনএ সিকুয়েন্সিং এন্ড স্পেশাল ট্রান্সক্রিপটোমিক্স’ (Developing Human Liver Cell Atlas Using Single Nuclear RNA Sequencing and Spatial Transcriptomics) শীর্ষক সেমিনার এবং ‘আরএনএ-সেক ডাটা এনালাইসিস’ (RNA-Seq Dara Analysis) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেমিনার ও কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মুখ্য বক্তা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের পোস্টডক্টরাল ফেলো ড. বিপ্লব পাল তার গবেষণার অধিক্ষেত্রের বিভিন্ন তথ্য, তত্ত্ব, পদ্ধতি ও টেকনিক এবং সমসাময়িক এক্ষেত্রে বিশ্বের অগ্রগতি তুলে ধরেন। মানবদেহের অসংখ্য জিন ও তার চরিত্র, প্রকারভেদসহ বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ এক বিশ্বয়কর জগৎ। এসব ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও উৎকর্ষ, বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা ভবিষ্যতে মানুষের দেহের জিন ম্যাপিং ও রোগ নিরাময়, আয়ুষ্কাল বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেন।
তিনি বলেন, খাবার, বৈচিত্র্য ও সংস্কৃতির কারণে একেক অঞ্চল মানুষের লিভারের সেল, গঠন ও কার্যকারিতার ভিন্নতা পাওয়া গেছে। বাংলাদেশ-ভারত উপমহাদেশের জন্য এদিকে গবেষণা এবং আরএনএ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্ভাবনা ও তা কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনার ও কর্মশালার মডারেটর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল গুরুত্ব তুলে ধরে বলেন, গবেষক ড. বিপ্লব পালের গবেষণার ক্ষেত্র এবং তৎসংশ্লিষ্ট বিশ্লেষণ তথ্য-উপাত্ত ও অগ্রগতি আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করবে। তার গবেষণার বিষয়ে জ্ঞান বিতরণ ও শেয়ারিং করার উদ্দেশ্যেই এই আয়োজন।
এসময় ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।