খানজাহান আলী থানাধীন খুলনা যশোর-মহাসড়কের শিরোমণি নূরজাহান টাওয়ারের অস্থায়ী ভবনে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি (BAUST),খুলনা পরিদর্শন করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’ র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা আনুমানিক ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে পৌছলে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ভূঁইয়া তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে কেডিএ’র চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নির্ভর বিভিন্ন ফ্যাকাল্টির আধুনিক ল্যাব, প্রসিদ্ধ লাইব্রেরী, ক্লাসরুম, অডিটোরিয়াম ঘুরে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান।