সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃষকদের যেন কোনো সমস্যায় না পড়তে হয়: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিতা | চ্যানেল খুলনা

কৃষকদের যেন কোনো সমস্যায় না পড়তে হয়: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিতা

‘আপনাদের মাধ্যমে আমাদের কৃষক ভাইদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। তারা যেন সরকার নির্ধারিত বা কম মূল্যে বীজ কিনতে পারেন, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে’— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুন্নু সিটিতে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন রাজীব। এসময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ.ফ.ম. নূরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমূখ।

আফরোজা খানম রিতা বলেন, ‘এখন আমরা যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি, সেখানে দেখি কোন কাজ হয়নি। সবখানেই সমস্যা আর অব্যবস্থাপনা। উন্নয়নের ছোঁয়া নেই কোথাও। অথচ বিএনপির আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে, ব্যবসায়ীরা লাভবান হয়েছেন, তখন অর্থনীতিও ছিল স্থিতিশীল।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে নিরলসভাবে ভাবছেন। আপনারা মাঠে দায়িত্ব নিয়ে কাজ করলে বিএনপি আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে। আগামী নির্বাচনে সবাই মিলে বিএনপিকে বিজয়ী করতে হবে। আজকে আপনারা যে দাবিগুলো তুলেছেন, সেগুলোর সমাধান একটাই গণতান্ত্রিক উপায়ে বিএনপিকে ক্ষমতায় আনা।

বর্তমান সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানিকগঞ্জে কিছুই করতে পারেনি। শিশুদের জন্য পার্ক নেই, খেলার মাঠ নেই, বড় কোনো অনুষ্ঠান করার মতো কমিউনিটি সেন্টার নেই। যেভাবে মানিকগঞ্জের উন্নয়ন হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি।’

সভায় নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে এবং কৃষকদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৬ জনের মৃত্যু

তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।