সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েট আইআইসিটি'র জুলাই -২০২৫ সেশনের ওরিয়েন্টেশন | চ্যানেল খুলনা

কুয়েট আইআইসিটি’র জুলাই -২০২৫ সেশনের ওরিয়েন্টেশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) জুলাই-২০২৫ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইসিটি’র সহকারি অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম খন্দকার, তাহমিদা তাবাসসুম, প্রভাষক আব্দুল্লাহ আল শাফি, মাহমুদুল হাসান, ইনস্টিটিউটের সিস্টেম এনালিস্ট ড. মোঃ আবু হানিফ শেখসহ প্রফেশনাল ডিপ্লোমা ও ট্রেনিং প্রোগ্রামের নবাগত প্রশিক্ষনার্থীরা।

সভাপতির বক্তৃতায় ইনস্টিটিউটের পরিচালক পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া বলেন, ‘ আইআইসিটি’র মূল লক্ষ্য হচ্ছে সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রদান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞানকে সম্প্রসারণ করা। তথ্য প্রযুক্তির সকল সুবিধাসমূহ প্রান্তিক পর্যায়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে পৌঁছে দিতে আইআইসিটি, কুয়েট অগ্রণী ভূমিকা পালন করছে’।

তিনি বলেন, ‘সেই লক্ষ্যকে সামনে রেখে আইআইসিটি, কুয়েট নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সময়োপযোগী ও নতুন নতুন ট্রেনিং প্রোগ্রাম সংযোজন, নতুন ল্যাব তৈরি করা এবং আগামীতে আরো নতুন নতুন সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা করছে। সাধারণ জনগোষ্ঠীকে ভর্তির ক্ষেত্রে অধিক সুযোগ প্রদানের লক্ষ্যে কোর্স ফি কমানোসহ ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ করা হয়েছে। আমাদের লক্ষ্য আগামীতে আরো সময়োপযোগী কোর্স সংযোজন করা এবং আইসিটি সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি করা৷ আমাদের এখানে যে সকল প্রোগ্রামের ট্রেনিং প্রদান করা হয় তা অন্যান্য যে কোন প্রতিষ্ঠান হতে ব্যতিক্রম। এই কোর্সগুলো শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনে অনেক বেশি সহায়ক। আমাদের রয়েছে দক্ষ শিক্ষকমন্ডলী, উন্নত ও আধুনিক ল্যাব এবং মনোরম পরিবেশে ক্লাস ও ল্যাবে পাঠদান। শিক্ষার্থীরা প্রয়োজনে ক্লাসের বাইরে অতিরিক্ত সময় ল্যাব ব্যবহারের সুযোগ রয়েছে। এখানকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে সাহায্য করে থাকে। ভর্তিকৃত শিক্ষার্থীরা এখানকার উন্নত সুযোগ-সুবিধাসমূহ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সচেষ্ট করতে পারবেন’।

তিনি বলেন, ‘এখানে ভর্তি হওয়া মানে এই না যে, আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন! সার্টিফিকেটের জন্য একজন শিক্ষার্থীকে ক্লাসে সর্বনিম্ন ৬০ শতাংশ উপস্থিতি এবং পারফরম্যান্স সন্তোষজনক হতে হবে’।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ঘরে ঢুকে যুবকের মাথায় দুর্বৃত্তদের গুলি

নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি, খুলনায় দুই প্রতারক গ্রেফতার

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী: বিভাগীয় কমিশনার

তিন দিনব্যাপী খুলনা আমর্ড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।