সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কার্লোভি ভ্যারি উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘বালুর নগরীতে’ | চ্যানেল খুলনা

কার্লোভি ভ্যারি উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘বালুর নগরীতে’

সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেড়েছে বাংলাদেশের অংশগ্রহণ। শুধু অংশগ্রহণই নয়, বিভিন্ন উৎসবে জিতে নিচ্ছে নানা পুরস্কার। গত মে মাসে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতে নেয় আদনান আল রাজীবের ‘আলী’। এবার চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’। উৎসবের প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে মেহেদি হাসান পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এই পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকার বেশি।

চেক প্রজাতন্ত্রের কার্লোস চারি শহরে ৪ জুলাই শুরু হয় কার্লোস চারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসর। ১২ জুলাই শনিবার পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এই উৎসব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুর নগরীতে সিনেমার নির্মাতা, প্রযোজক ও সিনেমার কলাকুশলীরা।

বালুর নগরীতে সিনেমাটির ইংরেজি নাম স্ট্যান্ড সিটি। গল্প মূলত নগরের বালুকে ঘিরে। সিনেমায় এমে চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যাকে দেখা যাবে বিড়ালের পাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করতে। বালু সংগ্রহ করতে গিয়ে এমে একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয় পরিবর্তন আনে সিনেমার গল্পে। হাসান চরিত্রে অভিনয় করেছেন মোল্লা মারওয়ার। হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করে সে। তার স্বপ্ন, একদিন কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।

কার্লোসে চারি উৎসবের এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে সেরা হয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাপ জন দা ওয়াইল্ড’। পরিচালনা করেছেন মারো নেমো। বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে ইরানি সিনেমা ‘বিদার’। সেরা পরিচালক হয়েছেন যৌথভাবে ভাবতাম কাটকুট (দা ভিজিটর) ও নামান অ্যামব্রোসিওনি (আউট অব লাভ)। স্পেনের ‘হোয়েন আ রিভার বিকামস দ্য সি’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন আলেক্স ব্রেনডেমুল। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নরওয়ের পিয়া শেলতা। ‘ডোন্ট কল কিম মামা’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।