সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সারোয়ার খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি | চ্যানেল খুলনা

কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সারোয়ার খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে অবস্থিত আলহাজ্ব সারোয়ার খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কলেজটির প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মনিরুল হক বাবুল। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

এদিকে অধ্যাপক মনিরুল হক বাবুল ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের সভাপতি মনোনীত হওয়ায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত অধ্যাপক মনিরুল হক বাবুল কলেজটির প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। একই কলেজে তিনি দীর্ঘদিন বাংলা সাহিত্যের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। দুই মাস পূর্বে তিনি অবসরে যান। এছাড়াও তিনি মাওলানা ভাসানী বিদ্যাপীঠের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম এবং বেড়ে ওঠা দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটী গ্রামে। পড়াশোনা করেছেন সরকারি বিএল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এমফিল ও সম্পন্ন করেছেন। ভালো কবিতা লেখেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি নিজেকে একজন যোগ্য সংগঠক হিসেবে প্রমাণ করেছেন। তিনি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি, দায়িত্ব পালন করেছেন খুলনা জেলা জিয়া পরিষদের সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে হিসেবে। বর্তমানে তিনি জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হিসেবে অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসীর প্রত্যাশা তার মতো একজন যোগ্য সংগঠন কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ার ফলে কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধি, উন্নয়ন ও কলেবর বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সারোয়ার খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি

৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ

জাসাস খালিশপুর থানা শাখার নিজস্ব কার্যালয়ের উদ্বোধন

খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা

বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : উপ-উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।