সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনার টিকা পাচ্ছেন কিন্ডার গার্টেনের শিক্ষকরাও | চ্যানেল খুলনা

করোনার টিকা পাচ্ছেন কিন্ডার গার্টেনের শিক্ষকরাও

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর এবার করোনার টিকা পাচ্ছেন কিন্ডার গার্টেনের প্রায় দেড় লাখ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি (২৮ ফেব্রুয়ারি) দেশের সব বিভাগীয় কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মচারীদের করোনার টিকার আওতায় নিয়ে আসার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে কেজি স্কুলে (বাংলা ইংরেজি মাধ্যম) কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্যের সফট ও হার্ড কপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী। তিনি ঢাকা পোস্টকে বলেন, সবস্তরের শিক্ষকদের যখন টিকার আওতায় আনা হচ্ছিল তখন আমাদের মধ্যে হতাশা কাজ করছিল। শেষ পর্যন্ত আমাদের টিকার আওতায় আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের করোনার টিকা দিতে সোমবার (১ মার্চ) নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা হবে। তার আগে ২২০টি আবাসিক হলের এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীর টিকা দেওয়া হবে।

মন্ত্রী জানান, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিকের এক লাখ ৩০ হাজার শিক্ষক টিকা নিয়েছেন। বাকিরা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষক-কর্মচারী টিকা পাবেন। সেজন্য সারাদেশে প্রশাসনের মাধ্যমে তালিকা সংগ্রহ করা হচ্ছে।

দীপু মনি বলেন, শিক্ষকদের টিকা নেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন সবাই সহায়তা করছে। তাদের কাছে চিঠি লিখছি, সহায়তা করছি। মন্ত্রিসভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এরইমধ্যে সুরক্ষা অ্যাপে শিক্ষকদের যুক্ত করা হয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

খুবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে বৃক্ষরোপণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।