সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
এক মেহজাবিনের দুই রূপ | চ্যানেল খুলনা

এক মেহজাবিনের দুই রূপ

মফস্বল শহরের রইচ মাস্টারের যমজ মেয়ে কনক ও চাঁপা। দেখতে একই রকম হলেও তাদের স্বভাব, পছন্দ ও আচরণ সম্পূর্ণ ভিন্ন। এমনকি পোশাক পরিচ্ছদেও। কনক চুলে বব কাট দেয়, জিন্স ও টিশার্ট পরে, মার্শাল আর্ট শেখে, জিম করে, বাইসাইকেলে করে চলাফেরা করে। সবসময় সঙ্গে রাখেন ব্লেড ও সেফটিপিন রাখে আত্মরক্ষার জন্য।

বাজে ছেলেদের নোংরা আচরণের প্রতিবাদ করে সে। প্রয়োজন হলে গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। তাকে কোনও বখাটে উত্ত্যক্ত তো দূরের কথা সামনে এসে কথা বলারও সাহস পায় না। সামাজের অনেকেই তার পোশাক ও চলাফেরা নিয়ে নানান কথা বলে।

অন্যদিকে চাঁপা ভদ্র, শান্ত ও চাপা স্বভাবের একটি মেয়ে। ঠিক তার নামের মতোই। চুল বেণি করে রাখে, কামিজ পরে, মাথা নিচু করে চলাফেরা করে। সবকিছু মেনে ও মানিয়ে চলে। ভালো মেয়ে হয়ে থাকার বিশাল একটা প্রবণতা সমসময় কাজ করে তার মধ্যে।

‘কনক চাঁপা’ নাটকের দৃশ্যে মেহজাবিন চৌধুরী
চেয়ারম্যানের বখাটে ছেলে আনোয়ার প্রতিনিয়ত চাঁপাকে বিরক্ত করে। জোর করে যেখানে সেখানে পথ আগলে প্রেমের প্রস্তাব ও বাজে ইঙ্গিত দেয়। অতিষ্ঠ করে তোলে তার জীবন। কিন্তু চাঁপা এর কোনও প্রতিবাদ তো করেই না, বরং সবকিছু মেনে নিয়ে কনকের কাছেও গোপন রাখে।

বাবা-মাকে বলে তাদেরকে টেনশন দিতে চায় না চাঁপা। একদিন রিপার কাছ থেকে শুনে আনোয়ারকে হুশিয়ার করে কনক। এরপর থেকে বেশ কিছুদিন চাঁপাকে আর বিরক্ত করার সহস পায় না আনোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বাবাকে নিয়ে ঢাকা যায় কনক।

এই সুযোগে চাঁপাকে একা পেয়ে আনোয়ার ও তার বন্ধুরা তুলে নিয়ে গণধর্ষণ করে। থানায় মামলা হলে তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতার করার জন্য খুঁজে বেড়ায়। চেয়ারম্যান ঘটনাটাকে অন্যভাবে ঘোরানোর জন্য এলাকায় সালিশের মাধ্যমে জনমত গঠন করে।

‘কনক চাঁপা’ নাটকের দৃশ্যে মেহজাবিন চৌধুরী
ভিকটিমকে দোষারোপ করার চেষ্টা করে চেয়ারম্যান। পুলিশের সঙ্গে যোগাযোগ করে মিমাংসা করে ধামাচাপা দেওয়ার জন্য। রইচ মাস্টারের কাছে তার ছেলের সঙ্গে চাঁপার বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এমনকি তাকে হুমকি দেয় মামলা তুলে নেয়ার জন্য।

চেয়ারম্যান ও তার ছেলের কুকর্ম ফেসবুকের মাধ্যমে তুলে ধরে কনক। তোলপাড় হয় ইলেকট্রিক ও প্রেস মিডিয়ায়। ধর্ষকের বিরুদ্ধে জনমত গঠন হয়, মানববন্ধ হয়। গ্রেফতার হয় আনোয়ারসহ সকল আসামী। কোনো আইনজীবিই দাঁড়ায় না তার পক্ষে।

এর কিছুদিন পর দেখা যায় হাতে চেইন নিয়ে কয়েকটা বখাটেকে ধাওয়া করছে চাঁপা। এমনই একটা গল্প নিয়ে নাটক ‘কনক চাঁপা’। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।

শামীম সিকদারের রচনায় ‘কনক চাঁপা’ পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। নারীদিবস উপলক্ষ্যে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ৮ মার্চ (সোমবার) রাত ৮টায়।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।