সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
‘এক’ টাকার সম্মানিতে আরিফিন শুভ! | চ্যানেল খুলনা

চরিত্র বঙ্গবন্ধু, শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা!

‘এক’ টাকার সম্মানিতে আরিফিন শুভ!

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্রে হালের জনপ্রিয় ও পরিশ্রমী অভিনেতা আরিফিন শুভ। মডেলিং দিয়ে মিডিয়াতে পা রাখেন তিনি। ২০১০ সালে ‘জাগো’ ছবির মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন চলচ্চিত্রের ভুবনে। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই অভিনেতা এক দশকের ব্যবধানে উপহার দিয়েছেন ৩০টিরও বেশি ছবি। ভিন্নধর্মী সব চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন দর্শকদের সামনে। অভিনয় জীবনে এবার পেয়েছেন এক সেরা চরিত্র। সেটি আবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বিগবাজেটের এই ছবির পাত্র-পাত্রীরা তো তাহলে বেশ মোটা অংকের সম্মানী নিচ্ছেন। এমন ধারণা করা অস্বাভাবিক নয়। কিন্তু এমন একটা ছবির কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ পারিশ্রমিক নিয়েছেন মাত্র ‘এক’ টাকা! কিন্তু, কেন, কীভাবে এমনটা করতে পারলেন তিনি?

জানতে চাইলে এই অভিনেতা জানান, বঙ্গবন্ধু চরিত্রে নিজেকে তৈরি করতে আগে বঙ্গবন্ধুকে জানতে হয়েছে। সে সময়েই তিনি জেনেছেন, বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক, আমি নেব না। এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই ছবিতে থাকবে, পরিশ্রম করব, কিন্তু ফ্রি কাজ করব না। আমি এক টাকা নেব এবং নিয়েছি।’

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু’ ছবিতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান আরিফিন শুভ। তার আগে পাঁচ দফা অডিশন দিতে হয় তাকে। ভারতে দুইবার ও বাংলাদেশে তিনবার। আনুষ্ঠানিকভাবে তাকে চূড়ান্ত করার দিন কোন শর্ত আছে কী না জানতে চাওয়া হয়।

এ প্রসঙ্গে শুভ বলেন, ‘শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা।’ কেন? জবাব শুনে তারা মুগ্ধ। পরিচালক শ্যাম বেনেগালের কাছে তার উপাধিই হয়ে গেল ‘ওয়ান টাকা আর্টিস্ট’ বা এক টাকার শিল্পী। এটা নিজের জীবনের অন্য রকম এক স্বীকৃতি বলে মনে করেন শুভ। তাই তিনি বলেন, ‘তারা কিন্তু আমার শর্তে সঙ্গে সঙ্গে রাজি হননি। আমাকে ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’

চেক হাতে পেয়ে উচ্ছ¡সিত আরিফিন শুভ। চেক এর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন, ‘শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না’।

অভিনয় জীবনে এমন নজির দেখিয়ে নেটিজেনদের প্রশংসা জোয়ারে ভাসছেন আরিফিন শুভ।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

ফের বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা

ফেসবুকে পরিবার দেখিয়ে কখনো টাকা আয় করতে চাইনি: রিপন মিয়া

এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের ‘নিশি’

বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।