সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
'একটি ভাস্কর্য ভেঙে দেখতে চেয়েছে জনগণ বিষয়টি কীভাবে নেয়' | চ্যানেল খুলনা

‘একটি ভাস্কর্য ভেঙে দেখতে চেয়েছে জনগণ বিষয়টি কীভাবে নেয়’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের বড় অসৎ উদ্দেশ্য থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। তারা একটি ভাস্কর্য ভেঙে দেখতে চেয়েছে জনগণ বিষয়টিকে কীভাবে নেয়। তারা বাঘা যতীনের ভাস্কর্যও ভেঙেছে, কাল অন্য ভাস্কর্যও ভাঙবে।

তিনি বলেন, আমরা যদি শুরুতেই অপশক্তিকে আঘাত করতে না পারি তবে তা চলমান থাকবে। এজন্য জনগণকে রাস্তায় নামতে হবে, আমরা যদি ওই অপশক্তিকে রাস্তায় নামতে না দেই আর রাস্তায় ধরে ফেলি তাহলে তারা এসব অপকর্ম করার সাহস পাবে না।

শনিবার দুপুরে রংপুর টাউন হলে রংপুর ফাউন্ডেশন আয়োজিত পুনর্মুদ্রনকৃত রংপুর জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ১৯৭১ সালে ২১ বছর বয়সে যুদ্ধ করেছি। আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এসব রাজাকার আলবদর পাকিস্তানের প্রেতাত্মারা এখনও কোন সাহসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে তা নিয়ে স্তম্ভিত হই। এ অপশক্তিই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা ১৯৭১ সালের পরাজিত শক্তি। অথচ বঙ্গবন্ধু একটি অসম্প্রদায়িক, আধুনিক দেশ গড়তে চেয়েছিলেন এবং সেই চেতনা তিনি রেখে গেছেন।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কর্তৃক পতাকা বিকৃতির বিষয়ে তিনি বলেন, বিজয়ের মাসে পতাকা বিকৃতির বিষয়ে প্রশাসন তদন্ত করছে। বিজয়ের মাসে এ ধরনের ঘটনা চেতনার ওপর আঘাত। তাদের বিরুদ্ধে সাংবিধানিকভাবে যে ব্যবস্থা নেয়া দরকার সেটি নিতে হবে। যদি তারা উদ্দেশ্যমূলকভাবে জাতীয় পতাকার অবমাননা করে থাকে তবে তারা শেষ পর্যন্ত পরাজিত হবেই।

টিপু মুনশি আরও বলেন, উত্তরাঞ্চলে বন্ধের পথে সুগার মিলগুলো নিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলব। আমাদের কৃষকদের যেন সমস্যা না হয় সেজন্য তাদের কাছ থেকে আখ কেনা হবে। এছাড়া পেঁয়াজ, তেল, আলুসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, এমন কোন শক্তি নেই নির্বাচন বন্ধ করতে পারে

ফ্যাসিবাদবিরোধী সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন-মঞ্জু

যা যা দেখছি, তাতে এ সরকারের কাছে নিরাপদ বোধ করছি না: মান্না

হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠালেন রুমিন ফারহানা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে নুরের ওপর হামলা: এ্যানি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।