সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
`উই উইল ওভার কাম` | চ্যানেল খুলনা

`উই উইল ওভার কাম`

সরকার মেগা প্রকল্পের নামে দেশটাকে ‘ফোকলা’ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট(বিআরটি) প্রকল্পের একটি গার্ডার ধসে দূর্ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল এ কথা বলেন।

রবিবার (১৫ মার্চ) এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

উল্লেখ্য, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন চীনা নাগরিক বলে জানা গেছে। আহতদের অবস্থা গুরুতর।

মির্জা ফখরুল বলেন, ‘চিন্তা করেন, জনগনের টাকা নিয়ে যে সমস্ত তৈরি করা হচ্ছে সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে। তাহলে এসব প্রকল্পের মান কি হচ্ছে? আমরা বারবার বলছি যে, এই মেগা প্রজেক্ট দিয়ে উন্নয়নের ধোঁয়া তুলে আপনারা দেশটোকে একেবারে ফোকলা করে দিচ্ছেন।’

বিএনপি মহাসচিব বলেন, পৃথিবী এবং মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে এটাকে ডার্টি বললে খুব একটা খারাপ কিছু বলা হয় না। কয়েকদিন আগে সিএনএনের একটা রিপোর্টে বেরুলো যে, ভারতে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে ৪০% ক্রাইমের সঙ্গে জড়িত। যারা আইনভঙ্গ করেন তারা আইন তৈরি করবার জন্য নির্বাচন করছেন। তারা পার্লামেন্টে যাবেন। একই অবস্থা আমেরিকাতে। প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচন করেছে। তিনি নির্দেশ দিয়ে তার পার্লামেন্টকে আক্রমণ করেন।

তিনি আরো বলেন, এই বাংলাদেশে রাজনীতিকে একেবারে অন্ধকার ঘরে নিয়ে চলে গেছে। যেখানে কুপি বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। একটা নোংরা, একটা নর্দমাতে নিয়ে গিয়ে উপস্থিত করেছে।

ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের কথা যে, আজকে যে সমাজে আমরা বাস করছি, যে রাষ্ট্রে বাস করছি, এখানে সুস্থ, সুন্দর, সত্য- এগুলো প্রায় বিরল প্রজাতির মতো হয়ে গেছে। সেখানে আলালের সেই লেখা নিসেন্দেহে আমাদেরকে কিছুটা আলো দেখায়। আমি সব সময় খুব আশাবাদী লোক। উই উইল ওভার কাম। এই অন্ধকার কেটে যাবে এবং নিসন্দেহে আমরা আলো দেখতে পারবো।”

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা ‘কুপির বাতির গণতন্ত্র’ গ্রন্থের মোড়ক উন্মোচল উপলক্ষে এই অনুষ্ঠান হয়। জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এই গ্রন্থটি প্রকাশ করেছে।

গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ফজলুল হক সৈকতের ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক অ্ধ্যাপক মোর্শেদ হাসান খান ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বক্তব্য রাখেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, এমন কোন শক্তি নেই নির্বাচন বন্ধ করতে পারে

ফ্যাসিবাদবিরোধী সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন-মঞ্জু

যা যা দেখছি, তাতে এ সরকারের কাছে নিরাপদ বোধ করছি না: মান্না

হাসনাত আবদুল্লাহকে উপহার পাঠালেন রুমিন ফারহানা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে নুরের ওপর হামলা: এ্যানি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।